পৃথিবী সম্পর্কে না জানা  5টি আশ্চর্যজনক তথ্য 

৩) চীনের মহাপ্রাচীর 

Src: Google

চীনের মহাপ্রাচীর প্রায় মানুষের কাছেই জানা তথ্য হলেও এর পিছনে রহস্যময় গল্প অনেকের কাছেই অজানা বা অনেকেই এব্যাপারে সঠিকভাবে বোধগম্য নন। চীনের এই মহাপ্রাচীর ৫- ৮ মিটার উচ্চ (১৬-২৬ ফুট)। চীনের এই মহাপ্রাচীরটি ১৩৬৭০ মাইল জুড়ে বিস্তৃত। সম্রাট কি ন শি হুয়াং গ্রে ট ওয়াল নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এই প্রাচীরটি প্রথম তৈরী করতে ২০০০ বছরেরও বেশি সময় লেগেছিল। জানা যায়, বিদেশি আক্রমণকারীদের থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করতে  চিনে এই মহাপ্রাচীরটি তৈরী করা হয়েছিল। 

Pages: 1 2 3 4 5 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *