৫) অক্টোপাস হার্ট

Src: Google
অক্টোপাস – এর হার্ট কয়টি তা নিয়ে অনেকের কাছেই অস্পষ্টতা রয়েছে। বেশিরভাগ মানুষই জানেননা যে অক্টোপাস – এর মোট ৩ টি হৃৎপিণ্ড থাকে যা আংশিকভাবে নীল রক্তের একটি পরিণতি। তাদের দুটি পেরিফেরাল হার্ট ফুলকা দিয়ে রক্ত পাম্প করে যা অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে। আর একটি কেন্দ্রীয় হৃৎপিণ্ড পেশিগুলোর জন্য অক্সিজেনযুক্ত রক্তকে শরীরের বাকি অংশে পৌঁছে দেয়।