১) শ্রাবন্তী চ্যাটার্জি

Src: Google
বাংলার সেরা সেলেব্রিটিদের মধ্যে শ্রাবন্তী এক উল্লেখযোগ্য জায়গা অধিকার করে নিয়েছে। তবে তার বিবাহ বিচ্ছেদের কথা কারো কাছেই অজানা নয়। রাজীব কুমার বিশ্বাস এর সাথে দীর্ঘ ৮ বছর সংসার করার পর তার প্রথম বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সে দ্বিতীয় বিয়ে করে কৃষ্ণ ভরাজকে কিন্তু বিয়ের ২বছর পরেই তার ডিভোর্স হয়। তৃতীয় বার সে পুনরায় রোশান সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও দুৰ্ভাগ্যবসত সেটাও ভেঙে যায়।