৪) বাঘমুন্ডি

Src: Google
শাল ও মহুয়ায় ঘেরা পুরুলিয়ার বাঘমুন্ডি এক অনন্য মনোরম ল্যান্ডস্কেপ যা ঘিরে রয়েছে পাহাড়, ঘন জঙ্গল সবুজে সবুজ ঘেরা। এই বাঘমুন্ডি ফটোগ্রাফার এবং প্রকৃতি প্রেমীদের একটি আদর্শ স্থান হয়ে উঠেছে। এই বাঘমুন্ডি দেখতে যাওয়ার আদর্শ সময় হল শীতের মাসগুলিতে (নভেম্বর থেকে ফেব্রুয়ারী)। এই সময় ওখানকার আবহাওয়া শীতল থাকে।