জঙ্গল সাফারিতে ঘুরতে গিয়ে অনেকেই বাঘের দেখা পেতে চান কিন্তু পাননা। আসলে জঙ্গল সাফারির মাধ্যমে বাঘের দেখা পাওয়ার অভিজ্ঞতা সত্যিই এক অনন্য এবং রোমাঞ্চকর। আপনিও যদি এরকম অভিজ্ঞতা নিতে চান তাহলে একেবারেই মিস করা যাবেনা নিচের উল্লিখিত কিছু বিখ্যাত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান।
১) রাজস্থানের রানথাম্বোর ন্যাশনাল পার্ক

Src: Google
রানথাম্বোর ন্যাশনাল পার্ক হল ভারতে রাজস্থানের একটি সুপরিচিত এবং জনপ্রিয় অভয়ারণ্য যেটি বাঘ দেখা পাওয়ার জন্য খুবই উপযুক্ত। এটি ভারতের অন্যতম সেরা সাফারি স্পটগুলোর মধ্যে একটি এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এখানকার মূল আকর্ষণ হল বাঘ। দিনে দিনে এখানে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন সাফারি করে তাদের দেখা পাওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি।