২) আমগাছ

বিশেষ করে ভারতে বাগানের উৎসাহীদের জন্য আমগাছ একটি অতি পছন্দের গাছ। এই গাছ বাগানে লাগালে সুস্বাদু ফল প্রদান করে যা বাড়ির একটি অন্য রকম সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া এই গাছ গার্ডেনিং এর জন্য খুব প্রিয় একটি গাছ যার গাঢ় সবুজ পাতা একটি প্রাণবন্ত পটভূমি প্রদান করে। তবে এই গাছ চাষ করতে গালে যথেষ্ট জায়গার প্রয়োজন যেহেতু এই গাছ লম্বায় খুব বাড়ে।