৩) নিমগাছ

নিমগাছের অস্বাভাবিক এবং প্রচুর গুনাগুন থাকার দরুন গার্ডেনিং পছন্দ করেন এমন মানুষগুলি এই গাছটিকে তাদের তালিকায় সবার আগে রাখেন। এই নীম গাছ মাটির ক্ষয় রোধ করে এবং মাটির স্বাস্থ্যের উন্নতিসাধন করতে চমৎকারভাবে কাজে আসে। তবে নীম গাছ বাগানে রাখতে চাইলে এরজন্য পর্যাপ্ত ব্যাবধান নিশ্চিত করা জরুরি এবং বিশেষকরে সর্বোত্তম বৃদ্বির জন্য বর্ষাকালে এই গাছ রোপন করা ভালো।