অনেক সময় দেখা যায়, খুব বেশি মোবাইল না চালালেও মোবাইল খুব স্লো হয়ে যায় এবং যেকোনো কাজ খুবই ধীরে ধীরে হয়। তাই এই মোবাইল ফোনের স্লো হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে কিছু কার্যকরী ট্রিক্স ব্যবহার করা যেতে পারে। সেগুলি হল :
১) ঘন ঘন স্টোরেজ চেক
অনেক সময় ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে মোবাইল স্লো হয়ে যায় এবং পারফরমেন্স কমে যায়। যারা কাজের সূত্রে প্রচুর ফাইল ফোনে জমা করে রাখেন তাদের ক্ষেত্রে খুব ঘন ঘন ফোনের স্টোরেজ চেক করা উচিত। কিছু ফাইল, ছবি বা ভিডিও মুছে ফেললে বা ক্লাউড এ সংরক্ষণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।