২) পরিবেশ সংরক্ষণ
ভুটান পরিবেশ সংরক্ষণকে উচ্চ গুরুত্ব দেয় তাই ভুটান ভ্রমণ এ সক্রিয় ইচ্ছা থাকলে অবশ্যই পরিবেশ-বান্ধব অনুশীলন করতে হবে। ভুটানে ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবেনা, বজ্র হ্রাস করতে হবে এবং সর্বদা টেকসই সম্পদ ব্যবহার করার দিকে তীব্র নজর রাখতে হবে।