৩) টিভি

Src: Google
টেলিভিশন হল শিক্ষায় বিপ্লব ঘটানোর একটি মাধ্যম এবং বিনোদন প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি সবচেয়ে পুরোনো ইলেকট্রনিক ডিভাইস। টেলিভিশনের এই ধারণা বিশেষ করে ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের প্রথম দিকে শুরু হয়েছিল। ইলেক্ট্রনিক টেলিভশন ফিলো টেলর ফার্ন্সবার্থ প্রথম টিভি আবিষ্কার করেন সান ফ্রান্সিসকোতে ১৯২৭ সালের সেপ্টেম্বর মাসে।