৪) বাইসাইকেল

নিয়মিত শরীরচর্চা এবং শারীরিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রে বাইসাইকেল এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এই বাইসাইকেল এর আবির্ভাব কথা থেকে হয়েছে বা কে প্রথম এরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছিল তা হয়তো অনেকেই জানেনা। জার্মান আবিস্কারক কার্ল ভন ড্রাইস সর্বপ্রথম ১৮১৭ সালে বাইসাইকেল আবিষ্কারের কথা ভেবেছিলেন।