৫) ডিজেল ইঞ্জিন

ডিজেল ইঞ্জিন হল এক ধরণের অভ্যন্তরীন দহন ইঞ্জিন যা ডিজেল জ্বালানি ব্যবহার করে কাজ সম্পন্ন করে। ডিজেল প্রথম আবিষ্কৃত হয় 1897 সালে। বিশেষত ডিজেল ইঞ্জিন পরিবহন, শিল্প এবং অটোমোবাইল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। জার্মান রুডলফ খ্রীষ্টান কার্ল ডিজেল প্রথমবার এই ডিজেল ইঞ্জিন উদ্ভাবন করেন ডিজেল জ্বালানি এইসমস্ত ক্ষেত্রে ব্যবহার করার জন্যে।