১) ত্বকে দই ও মধুর মিশ্রণ

Src: Google
ত্বকের ট্যান খুব সহজেই ঘরোয়া উপায়ে কিছু উপকরণ ব্যাবহারে নির্মূল করা যায়। ট্যান পড়া স্কিন দূর করতে এবং স্কিন গ্লো করতে টক দই ও মধু একসাথে মিশিয়ে সপ্তাহে দুদিন ব্যবহার করুন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে সুম্যান দূর করতে সাহায্য করে। মধুর ব্যাবহারে ত্বক থাকে কোমল যা দ্বিগুন গ্লো বাড়িয়ে দিতে পারে।