২) কফি এর স্ক্রাব

Src: Google
দীর্ঘদিনের রোদে পোড়া স্কিন ট্যান থেকে মুক্তি পাওয়া যায় কফি এর স্ক্রাব ব্যবহার করে যা ত্বকে আন্তে পারে এক অসাধারণ সোনালী জেল্লা। তাই দেরি না করে রোজ স্নানের আগে কফি কাজে লাগান স্ক্রাবার হিসাবে। কফি এর সঙ্গে ব্রাউন সুগার ও নারকেল তেল মিশিয়ে ট্যান পোড়া জায়গায় ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফলাফল মেলে।