ট্যান পড়া স্কিন গ্লো করুন সহজ উপায়ে 

৩) পেঁপের প্যাক 

Src: Google

ট্যান দূর করে দ্রুত স্কিন গ্লো করার ক্ষেত্রে পেঁপের একাধিক উপকার রয়েছে।  পেঁপেতে থাকা প্যাপাইন উত্সেচকই অনেকাংশে হালকা করে সানট্যান। পেঁপের প্যাক ব্যাবহারে ত্বকের রুক্ষভাব ও দূর হবে নিমেষেই। তাই পেঁপের সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে একটা প্যাক বানিয়ে ট্যান পোড়া হাতে-পায়ে ভালোভাবে লাগিয়ে আধঘন্টা রেখে তারপর ধুয়ে নিলে নিজেই অসাধারণ পার্থক্য দেখতে পাবেন। 

Pages: 1 2 3 4 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *