৪) এলোভেরা

Src: Google
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এলোভেরার গুরুত্ব সব চাইতে বেশি। ত্বকে এলোভেরার ব্যবহার শুধু ট্যান পোড়া স্কিন নয়, পোড়া দাগ নিরাময় করতে এবং ব্রণর সমস্যা থেকে চটজলদি মুক্তি দেয়। এছাড়াও, ত্বকের কালো-ছোপ দূর করতে এলোভেরার জুড়ি মেলা ভার। একটু সময় নিয়ে এলোভেরা জেল শরীরের ট্যান পোড়া জায়গায় মেসেজ করলে ত্বক থেকে ট্যান দূর হয়ে যায় এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়।