৩) গুপী গাইন বাঘা বাইন

Src: Google
গুপী গাইন বাঘা বাইন হল সত্যজিৎ রায়ের একটি জনপ্রিয় চলচ্চিত্র, যা 1968 সালে মুক্তি পায়। গুপী এবং বাঘা দুইজন অদ্ভুত চরিত্র। গুপী একজন গায়ক এবং বাঘা একজন বাদক। তাঁরা দুজনেই গান গেয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে জীবিকা নির্বাহ করতে চান। কিন্তু তাঁদের গান এতই বাজে যে কেউ তাঁদের কাছে আসে না। ছবিটি সাহস, বন্ধুত্ব এবং কল্পনার উপর ভিত্তি করে নির্মিত যা একটি মিষ্টি মেসেজ প্রদান করে।