৪) মাস্ক এবং এক্সফোলিয়েট

Src: Google
মেয়েদের স্কিন কেয়ার রুটিনে মাস্ক ও এক্সফোলিয়েট খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। মাস্ক ব্যবহারের ফলে ত্বকে থেকে অতিরিক্ত তেল, ময়লা ইত্যাদি অপসারণ করতে সাহায্য করে। তাছাড়াও মাস্কগুলো নির্দিষ্ট ত্বকের সমস্যা বা উদ্বেগের সমাধান করতে পারে যেমন ত্বকের নিস্তেজতা, ব্রণ বা সুখ রেখা। এক্সফোলিয়েটিং স্কিনের মৃত কোষগুলি অরোপসরণ করতে সাহায্য করে এবং নতুন কোষের বৃদ্ধির প্রচার করে।