৭) পর্যাপ্ত জলপান

চমকপ্রদ এবং আকর্ষণীয় স্কিন বিউটির ক্ষেত্রে কৃত্রিম প্রোডাক্ট বা ক্রিম এসব ব্যবহারের তুলনায় শরীরের হাইড্রেশন বজায় রাখার দিকে বেশি করে নজর দিতে হবে। যেহেতু হাইড্রেশন ত্বকের আদ্রতার মাত্রা বজায় রেখে ত্বকের শুস্কতা হ্রাস করতে পারে তাই পর্যাপ্ত জলপান স্কিন কেয়ার টিপস এর একটি বিশিষ্ট উপাদান যা মেনে চলা ভীষণই জরুরি। অতিরিক্ত বা পর্যাপ্ত জলপান মুখের জেল্লা বা গ্লো বাড়াতে প্রচুর সাহায্য করে।