২) ব্ল্যাক ডলফিন

Src: Google
রাশিয়ার একটি ভয়ঙ্কর কারাগার হল ব্ল্যাক ডলফিন যা মূলত ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই কারাগারে বন্দীদের জন্য শর্ত অত্যন্ত কঠোর। এখানে বন্দীদের অধিকাংশই গুরুতর অপরাধের জন্য সাজা প্রাপ্ত যেমন হত্যা, মানব পাচার ইত্যাদি। এই কারাগারে খাদ্য ও চিকিৎসার অভাব, পাশাপাশি মানসিক চাপের কারণে মৃত্যুর হার বেড়ে যায়।