রোজকের একঘেয়ে কর্মজীবন থেকে কিছুদিনের জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য কিছু দূরে গিয়ে গ্রাম বাংলার এক অপূর্ব নির্ভেজাল শান্ত পরিবেশের স্পর্শ উপভোগ করতে রাঙা মাটির দেশ বড়ন্তি যেতে পারেন।
১) বড়ন্তি হ্রদ

Src: Google
পশ্চিমবঙ্গে অবস্থিত বড়ন্তি অত্যাশ্চর্যক এক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। এখানকার সবচেয়ে মনোরম স্পটগুলির মধ্যে একটি হল বড়ন্তি হ্রদ যার চারপশে পাহাড়ে ঘেরা এক নির্মল প্রাকৃতিক দৃশ্য বিরাজ করে। আশেপাশের এই বন, পাহাড় এবং বিশেষ করে সূর্যোদয়ের ও সূর্যাস্তের সময়কালের দৃশ্য সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়।