২) খিলক্ষেত পাহাড়

বড়ন্তির খিলক্ষেত পাহাড়গুলির ওখানে সুন্দর ট্রেকিং এর সুযোগ রয়েছে যা এক অস্বাভাকি প্রাকৃতিক দৃশ্যের মনোরম শান্তি এবং স্বচ্ছতা প্রদান করে। বিশেষ করে শহরের মানুষের প্রতিদিনের ব্যাস্ত জীবন থেকে একটু দূরে গিয়ে এখানে কিছুদিন থাকলে মন ভালো হয়ে যায়। চারিদিকে উদ্ভিত এবং এলাকাটি বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা বলে প্রকৃতি প্রেমীদেড় তা খুব সহজেই আকৃষ্ট করে।