২) পিক্সি

পিক্সি হল একটি অন্যধরণের স্টাইলিশ হেয়ারকাট যেটি সেইসব মেয়েদের জন্য যারা একটু আলাদারকমভাবে সাজতে ভালোবাসে। তাছাড়া অনেক সময় অনেক মেয়েরা যারা গরমের সময় নিজেকে একটু বোল্ড লুক দিতে চান তারা এই পিক্সি কাটতে পারেন। যেহেতু একেবারেই ছোট করে কাটতে হয় পিক্সি তাই এই স্পেশাল হেয়ারকাটটি সব মেয়েদের জন্য নয়।