৩) শর্ট বব

Src: Google
শর্ট বব একটি আকর্ষণীয় হেয়ারকাট যা মেয়েদেরকে অন্যরকম একটা লুক প্রদান করে। বিশেষ করে গরমকালের সবথেকে জনপ্রিয় হেয়ারকাট বোধয় এটিই। শর্ট বব কাটের অনেক রকম ধরণ আছে এবং এটি ঠিক আপনার মুখের সাথে এবং জ-লাইনের সাথে সামঞ্জস্য রেখেই কাটা হয়। যেসব মেয়েরা ছোট চুল পছন্দ করেন এই হেয়ারকাটটি অবশ্যই তাদের জন্য।