৪) কার্লি ব্যাংস

Src: Google
যেসব মেয়েদের কার্লি চুল তাদের মুখের সাথে এই কার্লি ব্যাংস হেয়ারকাট দারুন মানায়। তবে ব্যাংস কাটাও অনেকরকম হয়। যেটা যার মুখের সঙ্গে যাবে সেই ব্যাংস এর ছবি নিয়ে স্যালনের অভিজ্ঞ লোকেদের কাছে গিয়ে দেখালেই তারা এবিষয়ে সঠিক মতামত দিতে পারবে। কিন্তু এটি স্ট্রেইট চুলে সেরম আকর্ষণীয় দেখায়না তাই কার্লি চুলের মেয়েদের জন্যই এটি সামঞ্জস্যপূর্ণ।