১০) সন্দেশ

Src: Google
দার্জিলিং এর সেরা খাবারের মধ্যে সন্দেশ আর একটি সুস্বাদু খাবার যা তাজা পনির থেকে তৈরী একটি মিষ্টি। এখানকার সন্দেশের থেকে দার্জিলিং এর সন্দেশ এর স্বাদ একটু আলাদা। এই ডেজার্টটি হালকা এবং প্রায়শই ফলের স্বাদযুক্ত। স্পেশাল এই সন্দেশের ভিন্ন স্বাদ উপভোগ করতে দার্জিলিং এ গিয়ে এখানকার সন্দেশ একবার হলেও ট্রাই করা উচিত।