৫) সেল রোটি

Src: Google
সেল রোটি নেপালের একটি বিশেষত্ব বহন করে যা ওখানকার বাড়িতে বিশেষ করে অনুষ্ঠানের সময় এই সুস্বাদু খাবারটি রান্না করা হয়। সেল রুটিগুলি চালের পেস্ট থেকে রুটির মতো গোলাকার আকৃতিতে তৈরী করে গভীর টেলি ভাজা হয়। এটি দেখতে অনেকটা ব্যাগেলের আকৃতির মতো।