১) শিলিগুড়ি
নর্থ বেঙ্গল এর সবচেয়ে সেরা দূর্গাপূজা হয় শিলিগুড়িতে কারণ এখানে দূর্গা পুজোর উৎসবের নিজস্বএকটি ধর্ম রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে ভিড় করে এই শহরটিকে এক নতুন প্রাণবন্ত রঙে ডাকার জন্য।শুধু তাই নয়, শিলিগুড়ির প্যান্ডেলগুলি তাদের অনন্য এবং উদ্ভাবনী থিম সহ সেরার সেরা হওয়ার জন্য একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় এই শহরের অন্ধকার কোনায় কোনায় চকচকে আলোয় উজ্জ্বল করে।