৫) কুচবিহার
কুচবিহারের মতো রাজকীয় শহরে দূর্গা পূজার ঐতিহ্য অন্নেষণ করা কিছুটা ভাগ্যের ব্যাপার। শহরের চারপাশ থেকে লোকেরা এই সময় এখানে আসে শুধুমাত্র দূর্গা পূজার রাজকীয় ঐতিহ্য উপভোগ করার জন্য। দূর্গা পুজোর সময় কুচবিহার গেলে অবশ্যই দর্শন করতে হবে কুচবিহার প্রাসাদ এবং রানীশ্বর মন্দির যা প্রতিটি মানুষকে আধ্যাত্মিক এবং স্থানীয় ঐতিহ্যের আলোয় ভাসায়।