২) ক্যাভিয়ার গোল্ডেন এজ

Src: Google
ক্যাভিয়ার গোল্ডেন এজ ক্যাভিয়ারের নতুন স্নোফ্লেক লাইনআপের অংশ যেটি Samsung Galaxy Z Fold 6 এবং এর বডি 18-ক্যারেট সোনা দিয়ে তৈরী। এছাড়াও এই মূল্যবান মোবাইলটি তৈরিতে কালো কুমিরের চামড়াও রয়েছে। ক্যাভিয়ার গোল্ডেন এজ-এর সর্বোচ্চ দামের মডেলের দাম $৭৩,০৭০ যা প্রায় ৬১ লক্ষ টাকার মতো।